টেকনাফের ইউএনও একজন ‘রং হেডেড’: হাইকোর্ট

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ১২:১৩, রবিবার, ২৪ জুলাই, ২০২২, ৯ শ্রাবণ ১৪২৯
কায়সার খসরু

কায়সার খসরু

সম্প্রতি টেকনাফের আশ্রয়ণ প্রকল্পের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করে একটি গণমাধ্যম। এ সংবাদের পরিপ্রেক্ষিতে সেই সাংবাদিককে…

স্থানীয় সাংবাদিককে উদ্দেশ্য করে টেকনাফের ইউএনও কায়সার খসরুর অকথ্য ভাষায় গালিগালাজ দুঃখজনক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। হাইকোর্ট বলেছেন, একজন ‘রং হেডেড’ মানুষ শুধু এরকম গালিগালাজ করতে পারে।

ইউএনও’র বিরুদ্ধে বিভাগীয় কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা রাষ্ট্রপক্ষকে জানাতে বলেছে হাইকোর্ট।

রবিবার (২৪ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চে দুদক আইনজীবী খুরশীদ আলম খান বিষয় উত্থাপন করলে এসব মন্তব্য করেন হাইকোর্ট। টেকনাফের ইউএনও মাস্তানদের চেয়েও খারাপ ভাষায় গালি দিয়েছেন বলেও মনে করেন হাইকোর্ট।

দুদক আইনজীবী বলেন, দুর্নীতি তদন্ত করতে গিয়েছিলেন এজন্য ইউএনও তাকে গালিগালাজ করেছে। সরকারি কর্মকর্তা হিসেবে তার আরো ধৈর্যশীল হওয়া উচিত ছিল। হাইকোর্ট বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সাংবাদিকদের এসব কাজে উৎসাহিত করা উচিত।

সম্প্রতি টেকনাফের আশ্রয়ণ প্রকল্পের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করে একটি গণমাধ্যম। এ সংবাদের পরিপ্রেক্ষিতে সেই সাংবাদিককে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করে টেকনাফের ইউএনও।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়