মনোনয়ন বাতিল হলো যে আলোচিত ব্যক্তিত্ব'দের

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ১২:০২, সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক আলোচিত-সমালোচিত অনেকেরই মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই তালিকায় আছেন রাজনীতিবিদ, অভিনেত্রী, সঙ্গীতশিল্পী এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ব্যক্তিও।
 

ঋণখেলাপের অভিযোগে বাতিল হয়ে গিয়েছে বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাহি  বি চৌধুরীর মনোনয়নপত্র।

কাগজপত্রে সই এবং তথ্যে ঘাটতি থাকার কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়েছে ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ।

কর বকেয়ার অভিযোগে পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

নির্বাচনের মাঠে লড়তে চেয়েছিলেন সুপরিচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। কিন্তু বাতিল হয়েছে তার মনোনয়নপত্রও।

ক্রেডিট কার্ডের বিল পরিশোধ না করায় মনোনয়নপত্র বাতিল হয়েছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী ডলি সায়ন্তনীর।

অন্যদিকে ঋণের তথ্য গোপন করায় কিশোরগঞ্জ-২ আসনের সাবেক বিএনপি নেতা ও স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামানের মনোনয়নপত্র।

নিজ দলের প্রধানের স্বাক্ষর জমা দিতে না পারায় চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত দিদারুল আলমের মনোনয়নপত্রও বাতিল হয়ে গিয়েছে।

বাতিল হয়েছে ঝালকাঠি-১ আসন থেকে নির্বাচন করতে চাওয়া আসনটির বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুনের মনোনয়নপত্রও।

এক শতাংশ ভোটারের স্বাক্ষরে ভুল থাকায় বাতিল হয়েছে টাঙ্গাইল-৫ স্বতন্ত্র প্রার্থী খন্দকার আহসান হাবিবের মনোনয়নপত্র।

নোয়াখালী-২ এর বর্তমান সাংসদ ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মামুনুর রশিদ কিরণসহ ১৬টি মনোনয়নপত্র বাতিল ও স্থগিত করা হয়েছে ৭টি।
 

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়