হাকালুকি হাওরে টর্নেডো! ভাইরাল ভিডিও

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:৪২, রবিবার, ২৪ জুলাই, ২০২২, ৯ শ্রাবণ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ হাওর মৌলভীবাজারের হাকালুকির ওপর দিয়ে হঠাৎ করে বয়ে যায় টর্নেডো…

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ হাওর মৌলভীবাজারের হাকালুকির ওপর দিয়ে হঠাৎ করে বয়ে যায় টর্নেডো।

গত শনিবার সন্ধ্যার কিছু আগ মুহূর্তে হঠাৎ করে আকাশে মেঘের সাজ করে প্রচণ্ড গতিতে ঝড়-বৃষ্টি শুরু হলে হাকালুকি হাওরের চাতলাবিলের কাছে এ টর্নেডো শুরু হয়। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে প্রথমবারের মত হাওর অঞ্চলের মানুষেরা টর্নেডো দেখে নিজ নিজ মুঠোফোনে তার ভিডিও ধারণ করে, কেউবা লাইভে এসে মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার শুরু করলে ভিডিও ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় হঠাৎ সবাই দেখেন হাওরের ওপরের আকাশ থেকে হাতির শুঁড়ের মতো কিছু একটা হাওরের মাঝখানে নেমে পড়ছে। এরপরই শুরু হয় তুফান আর বৃষ্টি। খুব ভয় পান সকলে। এ সময় অনেকে নিজের মুঠোফোনের ক্যামেরায় টর্নেডোর ভিডিও ও ছবি ধারণ করেন।

হাওর এলাকার বাসিন্দা কুতুব উদ্দিন জসিম ও জুড়ির শিক্ষক মনিরুল ইসলাম বলেন, বেশ কয়েকবছর আগে হাকালুকি হাওরে এমন দৃশ্য দেখা গিয়েছিল বলে শুনেছি। এরপর এমন ঘটনা আজ শুনলাম।

জুড়ি উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টর্নেডোয় কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। সন্ধ্যার পর অন্ধকারে বিলীন হয়ে যায় এটি। কয়েক মিনিট স্থায়ী ছিল এ টর্নেডো। ভিডিও…

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়