বিএনপির ছেলেমানুষী আন্দোলন: বিরক্তি সর্বমহলে!

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:৫৪, বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

  • বিএনপির আন্দোলন মানে হরতাল ও অবরোধ
  • দলীয় ভোটাররাও হরতাল-অবরোধ চান না
  • রাজনৈতিক পরিপক্কতার প্রয়োজন বিএনপির 
  • কর্মসূচি সফলে দলীয় নেতা-কর্মীদের মাঠে থাকতে হবে

বিএনপি আন্দোলন করছে, তবে তাদের আন্দোলন মানে হরতাল ও অবরোধ। কিন্তু হরতাল-অবরোধ দেশে তখনই কার্যকর হয় যখন দলীয় নেতা-কর্মীরা মাঠে থেকে পিকেটিং করেন। নেতাদের সম্পৃক্ততা ছাড়া দেশে কখনোই হরতাল, অবরোধ, ধর্মঘট কার্যকর হয়নি বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক গোলাম মর্তুজা।

নিজের অফিসিয়াল ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, বিএনপি যেহেতু প্রতিকূল অবস্থার মধ্যে আছে। নেতারা কেউ বাইরে নেই, বাইরে যারা আছে সবাই আত্মগোপনে। কর্মীরা জেল-জরিমানার ভয়ে মাঠে থাকতে পারছে না। কিন্তু বিএনপি কর্মসূচি দিচ্ছে অবরোধ-হরতাল।

বর্তমানে এমন কর্মসূচির চিত্র হচ্ছে দূরপাল্লার বাস যাত্রীর অভাবে ছাড়ছে না। এটি কিন্তু বিএনপির রাজপথে সক্রিয় আন্দোলনের ফলে হচ্ছে না। বাসে আগুন দেয়া হচ্ছে সেই ভয়ে যাত্রী কমেছে মাত্র। তবে রাজধানীসহ সারাদেশে যান চলাচলও স্বাভাবিক রয়েছে বলে মন্তব্য করেছেন এই সাংবাদিক।

বিএনপি একের পর এক এমন কর্মসূচি দিয়ে যাচ্ছে, যেটিকে  ছেলেমানুষী কর্মসূচি বলছেন সাংবাদিক ও কলামিস্ট গোলাম মর্তুজা। তিনি বলছেন, বিএনপির রাজনৈতিক কোনো পরিপক্কতা নেই। হরতাল অবরোধের মতো এসব ছেলেমানুষী কর্মসূচি সরকারকে বিপদে ফেলতে পারছে না। এছাড়া জনমসর্থনও আদায় করতে ব্যর্থ হচ্ছে বলে মনে করছেন তিনি।

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়