বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী উরসুলা, ৪৬তম শেখ হাসিনা

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:৪৩, বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

  • বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করেছে ফোর্বস
  • স্থান পাওয়া ১৮ ক্ষমতাধর নারীর নবম স্থানে শেখ হাসিনা
  • দক্ষিণ এশিয়ার দ্বিতীয় ক্ষমতাধর নারী শেখ হাসিনা
  • সবচেয়ে ক্ষমতাধর নারী উরসুলা ভন ডার লেন
  • দ্বিতীয় ও তৃতীয় ক্রিস্টিনা লাগার্দ ও কমলা হ্যারিস
  • চতুর্থ ও পঞ্চম জর্জিয়া মেলোনি ও টেইলর সুইফট

বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকা ৫ ডিসেম্বর প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী সাময়িকী ফোর্বস। এবারের তালিকায় রাজনীতি ও নীতি ক্যাটাগরিতে ১৮ ক্ষমতাধর নারী স্থান পেয়েছেন। তাঁদের মধ্যে নবম স্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আর ১০০ জনের মধ্যে শেখ হাসিনা রয়েছেন ৪৬তম স্থানে। ফোর্বসের তালিকায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে ক্ষমতাধর নারী ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আর দ্বিতীয় শেখ হাসিনা।

ফোর্বস লিখেছে, শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। গত নির্বাচনে তাঁর নেতৃত্বে আওয়ামী লীগ পার্লামেন্টের ৩০০ আসনের মধ্যে ২৮৮টিতে জয়ী হয়। টানা তৃতীয় মেয়াদে সরকারপ্রধান হন শেখ হাসিনা।

আগামী জানুয়ারিতে বাংলাদেশের পরবর্তী নির্বাচনে জয় পেলে পঞ্চম মেয়াদে আর টানা চতুর্থ মেয়াদে শেখ হাসিনা ক্ষমতায় আরোহন করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ফোর্বস।

চলতি বছরের ফোর্বসের তালিকায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। এরপর দ্বিতীয় স্থানে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিনা লাগার্দ ও তৃতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

এছাড়া ফোর্বসের তালিকায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি রয়েছেন চতুর্থ অবস্থানে। আর তালিকার পঞ্চম স্থানে রয়েছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট।

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়