প্রধানমন্ত্রীর মুখে নিষেধাজ্ঞার ইঙ্গিত কেন?

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:৫২, বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

মার্কিন যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে ১৪ দলের নেতাদের সাথে বৈঠকে সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। স্যাংশনও আসতে পারে। তবে নির্বাচন যথা সময়ে হবে। নির্বাচনের পর জটিল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আমি বেঁচে থাকলে এ থেকেই উত্তরণ করবো।

প্রধানমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র শ্রমিক ইস্যু নিয়ে আওয়ামী লীগ সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। দেশি-বিদেশি চক্রান্ত চললেও আমি ভয় পাই না। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর বাণিজ্য নিষেধাজ্ঞা আসার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন কেউ কেউ। কেননা কোনো রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নিলে কয়েক মাস আগে জানানোর কূটনৈতিক রীতি রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী চেয়েছেন ‘বাণিজ্য নিষেধাজ্ঞা’র ব্যাপারটা মাঠে ছড়িয়ে পড়ুক। অর্থাৎ মাঠে বিভিন্ন পেশার মানুষ প্রস্তুত থাকুক। গার্মেন্টস মালিক বা আমদানি রপ্তানিকারকরাও অবগত হোক এ বিষয়ে। এছাড়া প্রধানমন্ত্রী এটি প্রকাশ্যে আনার মাধ্যমে কৌশলে বাংলাদেশের শক্তিমত্তাও প্রকাশ করেছেন বলেও মনে করছেন তারা।

দিনবদলবিডি/Rakib

সর্বশেষ

পাঠকপ্রিয়