নির্বাচনে বিদেশিদের চাপ প্রয়োগের অধিকার নেই: ইসি আলমগীর

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:৫০, বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

তারা শুধু জানতে চায় নির্বাচন অবাধ, সুন্দর, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ওপর বিদেশিদের কোনো চাপ নেই। তাদের চাপ প্রয়োগের অধিকারও নেই। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান।’

বুধবার দুপুরে জামালপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিদেশিদের প্রসঙ্গে ইসি মো. আলমগীর বলেন, ‘তারা শুধু জানতে চায় নির্বাচন অবাধ, সুন্দর, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের কার্যক্রমের মাধ্যমে বুঝতে চায়, আসলে একটি ভাল নির্বাচন করতে যেসব ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা আমরা নিয়েছি কিনা।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই দাবি করে ইসি বলেন, ‘যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

এর আগে সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নির্বাচন কমিশনার মো. আলমগীর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আইন শৃঙ্খলাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শফিউর রহমান, পুলিশ সুপার কামরুজ্জামান, ৩৫ বিজিবি’র অধিনায়ক আব্দুল্লাহ আল মাশরুকীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়