গ্যাটকো দুর্নীতি মামলার শুনানি ৩১ আগস্ট
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী হাজিরা দিয়েছেন….
গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী হাজিরা দিয়েছেন।
রবিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের ৩ নম্বর বিশেষ আদালতের বিচারক আলী হোসেনের আদালতে অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এ দিন খালেদা জিয়ার পক্ষে হাজিরা দেন তার আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার।
এরপর আসামি জুলফিকার আলী, এ এম সানোয়ার হোসেন ও এ কে রশিদ উদ্দিন আহমেদের অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবী। খালেদা জিয়াসহ অন্য ১০ আসামির অভিযোগ গঠন শুনানির জন্য ৩১ আগস্ট দিন ধার্য করেন বিচারক।
এর আগে গত ১৭ জুলাই খালেদা জিয়াসহ ১৩ আসামির বিরুদ্ধে শুনানি শেষ করেছিলো রাষ্ট্রপক্ষ।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন।
মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানিকে (গ্যাটকো) পাইয়ে দেয়া হয়েছে। এর মধ্য দিয়ে রাষ্ট্রের প্রায় এক হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে।
২০০৮ সালের ১৩ মে তদন্ত শেষে দুদকের উপপরিচালক জহিরুল হুদা খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট দেন। এর মধ্যে আট আসামি মারা গেছেন।
দিনবদলবিডি/Rony