ফজলে রাব্বী মিয়ার আসন শূন্য ঘোষণা

নিজস্ব প্রতিবেদক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ০৮:০২, রবিবার, ২৪ জুলাই, ২০২২, ৯ শ্রাবণ ১৪২৯

প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সংসদীয় আসন গাইবান্ধা-৫ শূন্য ঘোষণা করা হয়েছে। তিনি মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

রবিবার (২৪ জুলাই) জাতীয় সংসদ সচিবালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কোনো সংসদীয় আসন শূন্য ঘোষিত হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের কথা সংবিধানে উল্লেখ রয়েছে।

শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত ২টার দিকে (নিউইয়র্ক সময় বিকেল ৪টা) যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

দিনবদলবিডি/এমআর

সর্বশেষ

পাঠকপ্রিয়