স্থগিত হতে পারে রাশিয়া-ইউক্রেন খাদ্যশস্য চুক্তি
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
উক্রেনে ২০ মিলিয়ন টন শস্য আটকে আছে। যার মধ্যে রয়েছে…
রাশিয়া ও ইউক্রেন খাদ্যশস্য রপ্তানির জন্য ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দরগুলো খুলে দিতে একটি চুক্তি স্বাক্ষর করেছিল। তুরস্কের ইস্তাম্বুলে স্থানীয় সময় শুক্রবার (২২ জুলাই) দুপুরে এ চুক্তি হয়। এতে ইউক্রেন যুদ্ধ ঘিরে সৃষ্ট বৈশ্বিক খাদ্য সংকট কমবে বলে আশা করা হয়। কিন্তু চুক্তির পরের দিনই ওডেসা বন্দরে মিসাইল হামলা করে রাশিয়া।
আর এতেই ক্ষেপে যায় ইউক্রেন। দেশটির পক্ষ থেকে রবিবার (২৪ জুলাই) হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যদি ইউক্রেনের কোনো বন্দরে রাশিয়া ফের হামলা চালায় তাহলে খাদ্যশস্য চুক্তি স্থগিত করে দেওয়া হবে। খবর দ্য গার্ডিয়ানের।
যদিও রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয় ওডেসা বন্দরে মজুদ করা অস্ত্রের চালানের ওপর হামলা চালিয়েছে তারা। তা ছাড়া একটি যুদ্ধ জাহাজ ধ্বংস করে দিতেও হামলা করার দাবি জানায় তারা।
প্রথমে অবশ্য রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, তারা এ হামলার বিষয়ে কিছু জানে না। পরবর্তীতে এটি স্বীকার করে।
এদিকে বর্তমানে ইউক্রেনে ২০ মিলিয়ন টন শস্য আটকে আছে। যার মধ্যে রয়েছে গম, সূর্যমুখী তেল, বার্লি। ইউক্রেনে এসব শস্য আটকে থাকার কারণে বিশ্বে খাদ্য সংকট দেখা দেওয়ার শঙ্কা তৈরি হয়।
সূত্র : দ্য গার্ডিয়ান
দিনবদলবিডি/আরএজে