৫৮ কোটিতে বিক্রি হলো মোহাম্মদ আলীর চ্যাম্পিয়নশিপের বেল্ট

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:৪৩, সোমবার, ২৫ জুলাই, ২০২২, ১০ শ্রাবণ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

‘ফাইট অব দ্য সেঞ্চুরি’-এর সেই ম্যাচ হেরে ফোরম্যানের সামনে নামায় আলীর পক্ষে বাজি ধরার লোক ছিল কমই। কিন্তু ‘গ্রেটেস্ট অব অলটাইম’ মোহাম্মদ আলী ঠিকই সেই ম্যাচ…

হু ইজ দ্য ‘রাম্বল ইন দ্য জাঙ্গল’? বিংশ শতাব্দীর অন্যতম সেরা এই ক্রীড়া ইভেন্টটিতে ১৯৭৪ সালে জর্জ ফোরম্যানের বিপক্ষে লড়েছিলেন মোহাম্মদ আলী।

বক্সিংয়ের সেরা মোহাম্মদ আলী সেই ম্যাচে ফোরম্যানের বিপক্ষে নেমেছিলেন আন্ডারডগ হয়েই। ২৫ বছর বয়সী ফোরম্যান ছিলেন তখন ফর্মের তুঙ্গে। অপরদিকে নিজের সেরা সময় পেছনে ফেলে আসা ৩২ বছর বয়সী আলী এর আগের ম্যাচেই হেরেছিলেন জো ফ্রেজিয়ারের কাছে।

‘ফাইট অব দ্য সেঞ্চুরি’-এর সেই ম্যাচ হেরে ফোরম্যানের সামনে নামায় আলীর পক্ষে বাজি ধরার লোক ছিল কমই। কিন্তু ‘গ্রেটেস্ট অব অলটাইম’ মোহাম্মদ আলী ঠিকই সেই ম্যাচ জিতে নিয়েছিলেন।

সেই জয়ে মোহাম্মদ আলীর পাওয়া চ্যাম্পিয়নশিপের বেল্ট সম্প্রতি নিলামে উঠিয়েছিল ডালাসের নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশন। সেখানে ৬.১৮ মিলিয়ন ডলারে বিক্রি হলো মোহাম্মদ আলীর চ্যাম্পিয়নশিপের সেই বেল্ট।

ছবি: ৫৮ কোটি ৩০ লাখ টাকায় বিক্রি হওয়া সেই আলীর চ্যাম্পিয়নশিপ বেল্ট

বাংলাদেশি অর্থমূল্যে যা ৫৮ কোটি ৩০ লাখ টাকার মতো। নিলামে চ্যাম্পিয়নশিপের বেল্টটি কিনে নেন জিম ইয়ারসে। যিনি এনএফএল দল ইন্ডিয়ানাপলিস কোল্টসের স্বত্তাধিকারী। আগামী ২ আগস্ট শিকাগোর নেভি পিয়ের এবং ৯ সেপ্টেম্বর ইন্ডিয়ানাপলিসে জনসাধারণের জন্য বেল্টটি প্রদর্শনের ব্যবস্থা করেছেন ইয়ারসে।

মোহাম্মদ আলীর সেই ম্যাচ থেকে আয়োজকেরা তখনকার সময়ে ১০০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছিলেন। সেই ম্যাচে উপস্থিত দর্শক ছিলেন ৬০ হাজার। তবে টিভিতে সেই ম্যাচ দেখেছিলেন ১০০ কোটি দর্শকেরও বেশি।

‘গ্রেটেস্ট অব অলটাইম’ খ্যাত মোহাম্মদ আলী ২০১৬ সালের ৩ জুন ৭৪ বছর বয়সে পরপারে পাড়ি জমান।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়