জুয়ার আসর থেকে সাবেক চেয়ারম্যান আটক
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
চাটখিল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন জানান, রাতে…
নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে দুজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন পরকোট ইউপির সাবেক চেয়ারম্যান তৌহিদুর রহমান। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী ও নগদ টাকা জব্দ করা হয়।
সোমবার (২৫ জুলাই) সকালে তাদের ৩৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হচ্ছেন, পরকোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তৌহিদুর রহমান (৫৫) এবং পূর্ব পরকোট গ্রামের বাসিন্দা বেলাল হোসেন (৬০)।
চাটখিল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন জানান, রাতে পরকোট ইউনিয়নে আমরা টহলে ছিলাম। টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পূর্ব পরকোট খালপাড়ে অভিযান চালানো হয়। এ সময় খালের ওপর থাকা একটি ঘরে জুয়া খেলা অবস্থায় তৌহিদুর রহমান ও বেলাল হোসেনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য জুয়াড়িরা খালে লাফিয়ে পড়ে পালিয়ে যান।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ৩৪ ধারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
দিনবদলবিডি/আরএজে