সেপটিক ট্যাংক বিস্ফোরণে প্রাণ গেল ৩ শ্রমিকের
ফেনী সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ
ফেনী শহরের নাজির রোডে সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে…
ফেনী শহরের নাজির রোডে সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নাজির রোডের রুহুল আমিন মিয়ার ৩য় তলা ভবনের জন্য শৌচাগারের সেপটিক ট্যাংক নির্মাণ করেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনজন শ্রমিক সেপটিক ট্যাংকের ছাদ খোলামাত্রই বিষ্ফোরণ ঘটে। আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, নিহতরা তিনজন খুলনার বাগেরহাট জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন শহরের নাজির রোড এলাকায় থাকতেন।
দিনবদলবিডি/Rony