খোলাবাজারে ডলারের দাম ১১২ ছাড়াল
নিজস্ব প্রতিবেদক || দিন বদল বাংলাদেশ
খোলাবাজারে একদিনের ব্যবধানে প্রতি ডলারে রেকর্ড আট টাকা পর্যন্ত বেড়ে ১১২ টাকায় উঠেছে…
খোলাবাজারে একদিনের ব্যবধানে প্রতি ডলারে রেকর্ড আট টাকা পর্যন্ত বেড়ে ১১২ টাকায় উঠেছে। এ দামেও আশানুরূপ ডলার মিলছে না। এর আগে কখনও একদিনে ডলারের দর এত বেড়ে এ পর্যায়ে উঠেনি।
এর আগে খোলাবাজারে ডলারের সর্বোচ্চ দর উঠে গত রবিবার। ওইদিন খোলাবাজারে ডলারের দর ১০৫ টাকায় উঠেছিল। সেখান থেকে সোমবার আবার এক টাকা কমে ১০৪ টাকায় বিক্রি হয়। খোলাবাজারের সঙ্গে ব্যাংকের আমদানি, রপ্তানি ও রেমিট্যান্সেও ডলারের দর অনেক বেড়েছে। বাজারের সঙ্গে তাল মিলিয়ে কেন্দ্রীয় ব্যাংক গত একবছরে আন্তঃব্যাংক দর ৯ টাকা ৯০ পয়সা বাড়িয়ে ৯৪ টাকা ৭০ পয়সা নির্ধারণ করেছে।
সংশ্লিষ্টরা জানান, খোলাবাজার থেকে যে কেউ ডলার কিনতে পারেন। ব্যাংক থেকে কিনতে পাসপোর্ট এনডোর্সমেন্ট করতে হয়। যে কারণে অনেকে এখন খোলাবাজার থেকে ডলার কিনে শেয়ারবাজারের মতো বিনিয়োগ করছেন, যা অবৈধ।
দিনবদলবিডি/Rony