সাঈদীর মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষী মারা গেছেন

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:৩২, মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ১১ শ্রাবণ ১৪২৯
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পিরোজপুরের ইন্দুরকানীতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষী সেলিম খান (৬৭) মারা গেছেন।

পিরোজপুরের ইন্দুরকানীতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষী সেলিম খান (৬৭) মারা গেছেন।

সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয়ে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।

সেলিম খান উপজেলার পাড়েরহাটের বাদুরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ খানের ছেলে।

সেলিম খানের ভাগ্নে ইয়েন বলেন, তার মামা সেলিম খান দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন।

তিনি এক সপ্তাহ ধরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। গত দু’দিন ধরে তিনি লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে মারা যান।  

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধে হওয়া মামলায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় তিনি কারাগারে আছেন।

দিনবদলবিডি/এইচএআর

সর্বশেষ

পাঠকপ্রিয়