কালিয়াকৈরে ১৯ প্রিজাডিং কর্মকর্তাকে অব্যাহতি

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১০:৩৩, শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ২২ পৌষ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

গাজীপুরে কালিয়াকৈরে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে প্রচার প্রচারনা করার অভিযোগ ১৯ জন প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া সকলেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক। তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গাজীপুর-১ (কালিয়াকৈর ও গাজীপুর সদর একাংশ ) আসনের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম গত ২ জানুয়ারি সহকারী রিটার্নি অফিসারের কাছে একটি আবেদন করেন। ওই আবেদনে উল্লেখ করেন কালিয়াকৈর উপজেলার মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কালিয়াকৈর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক দেওয়ান আরিফ নির্বাচনী প্রচারনায় সরাসরি অতি উৎসাহী হয়ে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে বিভিন্ন ভাবে পক্ষপাত মূলক আচরণ এবং শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে সম্পৃক্ত ব্যক্তিদের মধ্যে ক্ষমতার অপব্যবহার করার প্রয়াস চালা”েছ। 

যার কারনে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন। এছাড়া আরো ১৮ জনের একটি তালিকা সেখানে জমা দেন। পরে বিষয়টি আমলে নিয়ে কর্তৃপক্ষ ১৯ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক দেওয়ান আরিফ বলেন, বিষয়টি নিয়ে তাদের মধ্যে হয়তো কেউ ভুল বুঝিয়েছে। বাস্তবে তিনি কোনো প্রার্থীর পক্ষেক্ষভোট চাওয়া বা প্রচারনায় যাননি। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, নির্বাচনের জন্য প্রিজাইডিং কর্মকর্তা যা প্রয়োজন তার চেয়ে বেশি প্রশিক্ষন দেয়া হয়। যাতে কেউ হঠাৎ অসু¯’ বা অন্য কোনো অসুবিধা থাকলে পরিবর্তন করা যায়। তাই যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাদের দায়িত্ব না দিয়ে রির্জাভে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


 

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়