আপনার ভোট অন্য কেউ দিতে পারবে না, সুযোগ নেই এবার!

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ০৯:৪৭, শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ২২ পৌষ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

কেউ নিজের ভোট দিতে না পারার অভিযোগ দিলে সঙ্গে সঙ্গেই তা আমলে নিয়ে তার ভোটদানের ব্যবস্থা রাখা হয়েছে। পুনরায় নেয়া হবে ভুক্তভোগীর ভোট এবং বিশেষ পদ্ধতিতে জাল ভোট শনাক্ত করে তা বাতিল করা হবে।

দশম-একাদশ সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে ছিল নানান অভিযোগ। কথিত রয়েছে ‘একজনের ভোট আরেকজনে দিয়েই ব্যালট বাক্স ভরিয়েছিলেন’। তবে দ্বাদশ জাতীয় নির্বাচনে এমন কোনো সুযোগ রাখেনি নির্বাচন কমিশন।

ইসি সূত্র জানায়, সশরীরে কেন্দ্রে এসেই পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে ভোটারদের। অন্য কেউই দিতে পারবেন না। তবু কেউ নিজের ভোট দিতে না পারার অভিযোগ দিলে সঙ্গে সঙ্গেই তা আমলে নিয়ে তার ভোটদানের ব্যবস্থা রাখা হয়েছে। পুনরায় নেয়া হবে ভুক্তভোগীর ভোট এবং বিশেষ পদ্ধতিতে জাল ভোট শনাক্ত করে তা বাতিল করা হবে।

এছাড়া জালিয়াতি প্রমাণিত হলে প্রার্থীর ভোটসংখ্যাও কমানো হবে। অর্থাৎ ফলাফলের সময় এসব ভোট ‘জাল’ হিসেবে বিবেচনা করবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

দিনবদলবিডি/Mamun

সর্বশেষ

পাঠকপ্রিয়