ছেলের কোলে চড়ে ভোটকেন্দ্রে বৃদ্ধা

জেলা সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১০:৩৬, রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪, ২৩ পৌষ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণার সীমান্তবর্তী কলমাকান্দায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে।

সারা দেশের মতো রোববার সকাল ৮টা থেকে এখানেও ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল সকাল ভোট দিতে আসছেন ভোটাররা, তবে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

এদিকে ভোটের দিন সকালে নেত্রকোণার সীমান্তবর্তী কলমাকান্দার পনার পারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে চোখে পড়ে এক ভিন্ন দৃশ্য। বৃদ্ধ মাকে ভোট দেয়াতে কোলে করে নিয়ে এসেছেন ছেলে।

স্থানীয়রা জানান, ওই বৃদ্ধার নাম মৃণালিনী তালুকদার। তিনি কলমাকান্দা উপজেলার হোগলা ইউনিয়নের বড় সালেঙ্গা গ্রামের যতীন্দ্র মোহন তালুকদারের স্ত্রী। এবং তাকে নিয়ে আসা ছেলের নাম জীবন কৃষ্ণ তালুকদার।

ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রত্যেকটি কেন্দ্র নিরাপত্তার জোরদার করা হয়েছে। প্রত্যেক কেন্দ্রে পুলিশ সদস্যসহ ১২ জন করে আনসার সদস্য রয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি কাজ করছে বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা।

এ ছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়