কেন্দ্রে এসে ভোট দিলেন ৭০ বছরের জহুরা

‘এটাই আমার শেষ ভোট হতে পারে’

জেলা সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:০৬, রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪, ২৩ পৌষ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

৭০ বছরের প্রবীণ জহুরা বেগম ভোট কেন্দ্রে এসেছেন ছেলে খাইরুদ্দিনের হাত ধরে। শারীরিক অসুস্থতার কারণে জহুরা ঠিক মতো হাটতে পারেন না। তার চলতে একজনের সহযোগিতা লাগে।

জহুরা বেগম বলেন, আমি সক্রিয় রাজনৈতিক কর্মী ছিলাম। মুড়াপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড মহিলা লীগের সভাপতি ছিলাম। বয়স হওয়ার পর থেকে ভোট দেই। এটাই হয়তোবা আমার শেষ ভোট, তাই ভোট দিতে এসেছি।

জহুরা নারায়ণগঞ্জ ১ আসনের ভোটার। তিনি রূপগঞ্জ জেলার মুড়া পাড়া ইউনিয়নের গঙ্গানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন।

কাকে ভোট দিলেন এমন প্রশ্নে জহোরা বলেন আমি তো কোনো প্রার্থীকে ভোট দেই না বাবা, বঙ্গবন্ধু ও তার কন্যাকে ভোট দেই।

বয়স ও অসুস্থতার ভারে নতজানু জহুরাকে ভোট কেন্দ্রে নিয়ে আসা ছেলে খাইরুদ্দিন বলেন, মা ঘুম থেকে উঠে সকাল থেকে ভোট কেন্দ্রে আসতে রেডি হয়ে বসে ছিলেন। সকালের দিকে কুয়াশা থাকায় নিয়ে আসতে পারিনি। তাই এখন নিয়ে আসছি।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়