অনিয়মের অভিযোগে নরসিংদী-৪ আসনের ভোট বাতিল করল ইসি

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:৩০, রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪, ২৩ পৌষ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

ভোট শুরুর কিছুক্ষণ আগে জোর করে নৌকার সিল মারেন শিল্পমন্ত্রীর ছেলে মজিদ। বিষয়টি দেখে প্রশাসনের লোকজনকে জানান সাধারণ ভোটাররা। পরে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ভোটগ্রহণ বাতিল করা হয়।

অনিয়মের অভিযোগে নরসিংদী-৪ আসনের ১৩৪ নম্বর কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করেছে নির্বাচন কমিশন। এ কেন্দ্রে ব্যালটের ১২টি বইয়ে আগে থেকেই নৌকা প্রতীকের সিল দেয়া ছিল; যা দেখে সঙ্গে সঙ্গেই ভোট বাতিলের সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

নরসিংদী-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তার বিপরীতে স্বতন্ত্র পদে দাঁড়িয়েছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সাইফুল ইসলাম খাঁন বীরু।

স্থানীয়রা জানায়, ভোট শুরুর কিছুক্ষণ আগে জোর করে নৌকার সিল মারেন শিল্পমন্ত্রীর ছেলে মজিদ। বিষয়টি দেখে প্রশাসনের লোকজনকে জানান সাধারণ ভোটাররা। পরে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ভোটগ্রহণ বাতিল করা হয়।

দিনবদলবিডি/Mamun

সর্বশেষ

পাঠকপ্রিয়