রূপগঞ্জে ‘ভোট কেনার’ সময় ২ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

জেলা সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:৩৩, রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪, ২৩ পৌষ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ‘ভোট কেনার’ সময় টাকাসহ দুজনকে আটক করা হয়েছে।

 শনিবার দিবাগত রাত দুইটায় রূপগঞ্জ সদর ইউনিয়নের গুতিয়াবো এলাকা থেকে স্থানীয় লোকজন ১ লাখ ৮০ হাজার টাকাসহ ওই ২ জনকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে দেন।

আটক দুজন হলেন- মোহাম্মদ নাঈম মিয়া ও মো. সবুজ। তাঁরা দুজনই গুতিয়াবো এলাকার বাসিন্দা। আটক করা দুজন নিজেদের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার সমর্থক বলে দাবি করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন শাহজাহান ভূঁইয়ার নির্বাচনী সমন্বয়ক কাঞ্চন পৌরসভা মেয়র রফিকুল ইসলাম। তাঁর দাবি, প্রতিপক্ষের লোকজন ষড়যন্ত্রমূলকভাবে গুজব ছড়াচ্ছেন।

রূপগঞ্জে নির্বাচনী কাজে নিয়োজিত নারায়ণগঞ্জের বন্দর থানার পুলিশ পরিদর্শক রেজাউল করিম বলেন, ‘ভোট কেনার সময় স্থানীয় লোকজন দুজনকে আটক করে আমাদের খবর দেন। পরে আমরা গিয়ে তাঁদের আটক করি। তাঁদের কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা পাওয়া গেছে। স্থানীয় লোকজন জানান, তাঁরা কেটলি মার্কার (স্বতন্ত্র প্রার্থী) নির্বাচনী টাকা বিলি করছিলেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়