কুমিল্লায় নৌকা প্রতীকের সিল মারা ব্যালট জব্দ করে বাতিল

জেলা সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ১২:৪৩, রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪, ২৩ পৌষ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, চান্দিনায় সিল মারা ব্যালট জব্দ করে বাতিল করা হয়েছে। একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কুমিল্লা–৭ (চান্দিনা ও দেবীদ্বার) দুইটি ভোটকেন্দ্রে নৌকা প্রতীকে সিল মারা ব্যালট পাওয়া গেছে। 

রোববার সকাল আটটার সময় এ ঘটনা ঘটে। নৌকা প্রতীকে সিল মারা ব্যালটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, চান্দিনায় সিল মারা ব্যালট জব্দ করে বাতিল করা হয়েছে। একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কুমিল্লা-৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী প্রাণ গোপাল দত্তের লোকজন দোলাই নবাবপুর উচ্চবিদ্যালয় ও নাওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ব্যালট পেপারে সিল মারে। বিষয়টি ভোটারদের নজরে সেই ভোট বাতিল করা হয়।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়