ব্রাহ্মণবাড়িয়ায় জালভোট: দুই তরুণকে দুই বছরের কারাদণ্ড

জেলা সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০১:৪৫, রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪, ২৩ পৌষ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় জালভোট দেওয়ার অভিযোগে দুই তরুণকে দুই বছর করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। 

৭ জানুয়ারি দুপুরে জেলা শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন।

সাজাপ্রাপ্তরা হলেন- জেলা শহরের মধ্যপাড়া শান্তিবাগের শফিকুল ইসলামের ছেলে মো. শাকিকুল ইসলাম অনন্ত ও একই এলাকার ইলিয়াস চৌধুরীর ছেলে মো. ইউসুফ।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন।

এদিকে জেলার আশুগঞ্জের শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইমন ও খরিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোহাম্মদ এনামুল নামে দুইজনকে জালভোট দেওয়ার অভিযোগে এক সপ্তাহ করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিশ্চিত করেছে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহমদ।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়