ভোটার আনা-নেওয়ার কাজে নিয়োজিত রিকশা নালায় ফেলে দিল বিএনপির কর্মীরা
জেলা সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় ভোটার আনা নেওয়ার কাজে নিয়োজিত একটি রিকশা নালায় ফেলে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির জানান, বিএনপির নেতাকর্মীরা ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দিচ্ছিলেন। ঘটনাস্থলে পুলিশ গেলে তারা পুলিশের ওপর চড়াও হয়। এক পর্যায়ে চট্টগ্রাম-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এম আবদুছ ছালামের পক্ষে ভোটার আনা-নেওয়ার জন্য রিকশাটি নালায় ফেলে দিয়ে পালিয়ে যায়।
দিনবদলবিডি/Rony