খাগড়াছড়িতে জাল ভোট, ৪ জনকে ৬ মাস করে কারাদণ্ড
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
খাগড়াছড়ির পানছড়িতে ভোটকেন্দ্রে ঢুকে জাল ভোট দেওয়ার অপরাধে ৪ জনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
৭ জানুয়ারি, দুপুর ১২টার দিকে পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের বড় পানছড়ি (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রির্টানিং কর্মকর্তা অঞ্জন দাশ বলেন, এরা হলেন- জাল ভোট দেওয়ার অপরাধে চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
দিনবদলবিডি/Rony