নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহযোগ্য হচ্ছে বললেন ইউকে পার্লামেন্ট সদস্য মার্টিন ডে ও অস্ট্রেলিয়ান পর্যবেক্ষক ডিক লুথার
নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
‘বাধা বিঘ্ন ছাড়াই নির্ভয়ে ভোটাররা কেন্দ্রে আসছে। কোন প্রকার প্রতিবন্ধকতা ছাড়াই ভোটাধিকার প্রয়োগ করছে। ’
নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহযোগ্য হচ্ছে বললেন ইউকে পার্লামেন্ট সদস্য মার্টিন ডে ও অস্ট্রেলিয়ান পর্যবেক্ষক ডিক লুথার।
দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের একথা জানান তারা।
উকে পার্লামেন্ট সদস্য মার্টিন ডে বলেন, আমার পর্যালোচনায় একটি সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে এবং ধন্যবাদ আপনারা সংবাদ প্রচারের জন্য।
কত শতাংশ ভোট পড়লে নির্বাচন গ্রহনযোগ্য হবে মনে করেন?
আমি যেকোনটাই মনে করতে পারি, ১ শতাংশ ভোটও পড়তে পারে, ভোটারদের অধিকার আছে ভোট না দেয়ারও, বাই দ্য ওয়ে মিড়িয়া শত কোটি টাকা নিচ্ছে বিশ্বজুড়ে প্রোপাগান্ডা ছড়াতে। আমরা কিছু দেশে দেখেছি যেমন ইউক্রেন,রাশিয়া, গাজায় কিভাবে নির্বাচনকে প্রভাবিত করছে মিডিয়া।
কিছু সংখ্যক মিডিয়া কিভাবে আমাদের খাওয়াচ্ছে এবং দেখাচ্ছে কম ভোট পড়ার চিত্র। তাই এটা নিয়ে আমি কিছু বলব না।
আপনি কি বাংলাদেশের নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্টু?
হ্যাঁ আমরা এটা দেখতে এসেছি,
প্রশ্নের জবাবটি দিয়ে অষ্ট্রেলিয়ার পর্যবেক্ষক বলেন, একটু আগেই আমরা বলেছি, বাধা বিঘ্ন ছাড়াই নির্ভয়ে ভোটাররা কেন্দ্রে আসছে। কোন প্রকার প্রতিবন্ধকতা ছাড়াই ভোটাধিকার প্রয়োগ করছে। আমরা পর্যবেক্ষনে এটাই দেখেছি এবং আমরা খুশি যে কোন বাধা বা প্রভাব ছাড়াই, ভোটাররা উ’সবমুখর পরিবেশে কেন্দ্রে এসে ভোট দিতে পারছে।
দিনবদলবিডি/Hossain