জাল ভোট দিতে গিয়ে আটক ১৩
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
ফেনী-৩ আসনের সোনাগাজী উপজেলায় লাঙল প্রতীকের প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর পক্ষে জাল ভোট দিতে গিয়ে ১৩ জনকে আটক করেছে পুলিশ।
৭ জানুয়ারি সোনাগাজী উপজেলার পৃথক তিনটি কেন্দ্র থেকে তাদের আটক করা হয়েছে।
জানা যায়, জাল ভোট দেওয়ার অভিযোগে মজলিশপুর এবং সোনাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে মোট ১৩ জনকে আটক করা হয়েছে।
দিনবদলবিডি/Rabiul