নাটোর-৩ আসনে জুনাইদ আহমেদ পলক বিজয়ী

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:২৩, রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪, ২৩ পৌষ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী জুনাইদ আহমেদ পলক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামকে পরাজিত করে প্রায় ৯৩ হাজার ভোট পেয়ে বিজয়ী হন।

এর আগে, রোববার সকাল ৮টায় নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মা, স্ত্রী, বড় ভাইসহ পরিবারের সদস্যদের নিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন। নাটোর পৌরসভার ৮নং ওয়ার্ডের সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।

এ আসনে টানা তিনবারের সংসদ সদস্য ও দুইবারের প্রতিমন্ত্রী, নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রতিমন্ত্রী পলক নৌকা প্রতীক নিয়ে লড়াই করেন।

দিনবদলবিডি/Nasim

সর্বশেষ

পাঠকপ্রিয়