সিলেটে ছয়টির মধ্যে একটিতে স্বতন্ত্র জয়ী

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ১০:০০, রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪, ২৩ পৌষ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

সিলেটের ছয়টি আসেনর মধ্যে পাঁচটিতে জয়ী হয়েছে আওয়ামী লীগের প্রার্থীরা। একটি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।

সিলেট ১ আসনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন নৌকা প্রতীকে এক লাখ ১৫ হাজার ৬৪৯ ভোট পেয়েছেন।

সিলেট- ২ আসনে শফিকুর রহমান চৌধুরী জয়ী হয়েছেন। সিলেট-৩ আসনে নৌকার হাবিবুর রহমান,  সিলেট-৪ আসনে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ (নৌকা) জয়ী হয়েছেন।

এদিকে সিলেট-৫ আসনে কেটলি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী জয়ী হয়েছেন। এই আসনে আওয়ামী লীগের মাসুক উদ্দিন আহমদ প্রার্থী ছিলেন।

সিলেট-৬ আসনে  সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জয়ী হয়েছেন। এই আসনে তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মুবির চৌধুরীও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়। এরপর শুরু হয় গণনা।

দিনবদলবিডি/Nasim

সর্বশেষ

পাঠকপ্রিয়