কক্সবাজারে জয়ী যারা
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের তিন এবং কল্যাণ পার্টির হাতঘড়ি প্রতীকের এক প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
কক্সবাজারের জেলা রিটার্নি কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রাপ্ত তথ্যমতে, কক্সবাজার-১ আসনে কল্যাণ পার্টির হাতঘড়ি প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক) ৮১ হাজার ৯৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য জাফর আলম পেয়েছেন ৫২ ৮৯৬ ভোট।
কক্সবাজার-২ আসনে নৌকা প্রতীক নিয়ে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে হ্যাট্রিক করেছেন আশেক উল্লাহ রফিক ৯৭ হাজার ৩৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নোঙর প্রতীকের মো. শরীফ বাদশা পেয়েছেন ৩৪ হাজার ৪৯৬ ভোট।
কক্সবাজার-৩ আসনে নৌকা প্রতীক নিয়ে তৃতীয়বারের মতো নির্বাচিত সাইমুম সরওয়ার কমল ১ লাখ ৬৭ হাজার ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের ব্যারিস্টার মিজান সাঈদ পেয়েছেন ২১ হাজার ৯৪৬ ভোট।
কক্সবাজার-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো শাহীন আক্তার ১লাখ ২৫ হাজার ৭২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরুল বশর পেয়েছেন ২৯ হাজার ৯২৯ ভোট।
কক্সবাজারের জেলা রিটার্নি কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান জানিয়েছেন, কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনের ৫৫৬ টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। রবিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। তবে জেলার কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
দিনবদলবিডি/Nasim