অটোরিকশায় প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেলো মাদরাসাছাত্রের

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:০০, সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ২৪ পৌষ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

রাজধানীর খিলখেতের ৩০০ ফিট এলাকায় আব্দুর রউফ (২০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের সহপাঠী মো. মাসুদ জানান, আসরের নামাজের পরে বসুন্ধরা আবাসিক এলাকায় আব্দুর রউফ ও তার বন্ধুরা মিলে হাঁটতে বের হন। এসময় দ্রুতগতির একটি প্রাইভেটকার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ছিটকে পড়লে পথচারী আব্দুর রউফ গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি দ্রুত গতিতে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী থানার কলবাড়ী গ্রামে। তিনি আকমল আলীর ছেলে। বর্তমানে তিনি বসুন্ধরার মদিনাতুল উলুম মাদ্রাসার কেতাব খানায় পড়তেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়