সমালোচনা করলেও বাংলাদেশের নির্বাচন প্রত্যাখ্যান করেনি যুক্তরাজ্য
নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
আমরা সব রাজনৈতিক দলকে তাদের মতপার্থক্য দূর এবং বাংলাদেশের জনগণের স্বার্থে একটি অভিন্ন পথ খুঁজে বের করতে উৎসাহিত করি। আমরা এই প্রক্রিয়াকে সমর্থন জানানো অব্যাহত রাখব।’
নির্বাচনের মান নিয়ে সমালোচনা করলেও প্রত্যাখ্যান করেনি যুক্তরাজ্য। সোমবার (৮ জানুয়ারি) রাতে ব্রিটিশ পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়নবিষয়ক দপ্তর বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানায়।
ব্রিটিশ পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়নবিষয়ক দপ্তরের একজন মুখপাত্র বলেন, ‘গণতান্ত্রিক নির্বাচননির্ভর করে বিশ্বাসযোগ্য, উন্মুক্ত ও সুষ্ঠু প্রতিযোগিতার ওপর। মানবাধিকারের প্রতি শ্রদ্ধা, আইনের শাসন এবং যথাযথ প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়ার অপরিহার্য উপাদান। নির্বাচনের সময় এই মানগুলো ধারাবাহিকভাবে পূরণ হয়নি।’
মুখপাত্র বলেন, ‘ভোটের আগে বিরোধী দলের সদস্যদের উল্লেখযোগ্য সংখ্যক গ্রেপ্তারে আমরা উদ্বিগ্ন।’
মুখপাত্র আরো বলেন, ‘আমরা প্রচারণার আগে এবং সময়কালে সংঘটিত ভয়ভীতি ও সহিংসতার নিন্দা জানাই। রাজনৈতিক জীবনে এ ধরনের আচরণের কোনো স্থান নেই।’
ব্রিটিশ পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের মুখপাত্র বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়নি। তাই বাংলাদেশি জনগণের কাছে ভোট দেওয়ার সম্পূর্ণ সুযোগ ছিল না।’
মুখপাত্র বলেন, ‘যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে গভীর ও ঐতিহাসিক বন্ধুত্ব রয়েছে। একটি টেকসই রাজনৈতিক নিষ্পত্তি এবং প্রাণবন্ত নাগরিক সমাজের জন্য কাজের সুযোগ সৃষ্টি তৈরি করা দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি সক্ষম করবে।’
মুখপাত্র আরো বলেন, ‘আমরা সব রাজনৈতিক দলকে তাদের মতপার্থক্য দূর এবং বাংলাদেশের জনগণের স্বার্থে একটি অভিন্ন পথ খুঁজে বের করতে উৎসাহিত করি। আমরা এই প্রক্রিয়াকে সমর্থন জানানো অব্যাহত রাখব।’
উল্লেখ্য, যুক্তরাজ্য বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর জোর দিয়ে এসেছে। বড় কোনো বিরোধী দল নির্বাচনে অংশ না নিলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তা কতটা গ্রহণযোগ্য হবে না নিয়ে বিভিন্ন সময় রাজনৈতিক মহল থেকে নানা শঙ্কার কথা বলা হয়েছে।
বিদেশে ত্রুটিপূর্ণ নির্বাচন প্রত্যাখ্যানেরও নজির আছে যুক্তরাজ্যের। ২০২০ সালে যুক্তরাজ্য বেলারুশের নির্বাচন প্রত্যাখ্যান করেছিল।
দিনবদলবিডি/Mamun