৩ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:০২, মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, ২৫ পৌষ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

সোমবার রাত থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে ঘনকুয়াশায় ফেরির দিক-নির্দেশনা বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে সকাল নয়টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে আবারও ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।

দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের রাজধানী ঢাকায় প্রবেশের অন্যতম নৌ-রুট পাটুরিয়া-দৌলতদিয়ায় আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে ৩ ঘণ্টা বন্ধ ছিল। এখন ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) নৌ-দুর্ঘটনা এড়াতে সকাল ছয়টা থেকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়। সকাল নয়টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে আবারও ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, সোমবার সোমবার রাত থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। নৌ-দুর্ঘটনা এড়াতে নৌপথে মঙ্গলবার সকাল ছয়টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়।

এদিকে নদীর দুই পারে বেশ কিছু গাড়ি নদী পারাপারের অপেক্ষায় ঘাট এলাকায় আটকে রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মো.সালাউদ্দিন জানান, সোমবার রাত থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে ঘনকুয়াশায় ফেরির দিক-নির্দেশনা বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে সকাল নয়টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে আবারও ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।

বর্তমানে এই নৌপথে ছোট বড় মিলিয়ে ১৭টি ফেরি চলাচল করছে।

দিনবদলবিডি/Hossain

সর্বশেষ

পাঠকপ্রিয়