ঢাকায় বাস করেন ১ কোটি ১২ লাখ মানুষ

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০২:৩৬, বুধবার, ২৭ জুলাই, ২০২২, ১২ শ্রাবণ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬। এরমধ্যে ঢাকায় বাস করেন ১ কোটি ১২ লাখ ১৯ হাজার ৭০৮ জন, যা মোট জনসংখ্যার ১৬ ভাগের একভাগ…

বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬। এরমধ্যে ঢাকায় বাস করেন ১ কোটি ১২ লাখ ১৯ হাজার ৭০৮ জন, যা মোট জনসংখ্যার ১৬ ভাগের একভাগ।

বুধবার (২৭ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রকাশিত ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’-এর প্রাথমিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ঢাকা মহানগরে বসবাসকারী মানুষের মধ্যে পুরুষ ৬০ লাখ ৭৯ হাজার ৩৬৫ জন, নারী ৫১ লাখ ৩৮ হাজার ৬৯২ জন এবং তৃতীয় লিঙ্গের ১ হাজার ৬১৫ জন।

বিবিএস জানায়, দেশের মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। যেখানে ৮ কোটি ১৭ লাখ পুরুষ ও ৮ কোটি ৩৩ লাখ নারী। ১২ হাজার ৬২৯ জন তৃতীয় লিঙ্গের।

বিবিএস আরো জানায়, এক দশকে দেশে জনসংখ্যা বেড়েছে ২ কোটি ১১ লাখ ১৪ হাজার ৯১৯ জন। সর্বশেষ ২০১১ সালের জনশুমারির অনুযায়ী, দেশের মোট জনসংখ্যা ছিল ১৪ কোটি ৪০ লাখ ৪৩ হাজার ৬৯৭।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়