ভারতে বজ্রপাতে ২০ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ
ভারতের উত্তরাঞ্চলীয় বিহার রাজ্যের আট জেলায় ২৪ ঘণ্টায় বজ্রপাতে ২০ জনের মৃত্যু হয়েছে…
ভারতের উত্তরাঞ্চলীয় বিহার রাজ্যের আট জেলায় ২৪ ঘণ্টায় বজ্রপাতে ২০ জনের মৃত্যু হয়েছে।
বিবিসি জানায়, বিহারের উত্তরের জেলাগুলোয় বুধ ও বৃহস্পতিবার বজ্রঝড়ের সঙ্গে আরো বজ্রপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বজ্রপাত নিয়ে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার জন্য বাসিন্দাদের আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এক ঘোষণায় বলেছেন, বজ্রপাতে যারা মারা গেছে, তাদের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে চার লাখ করে রুপি দেওয়া হবে।
ভারতে প্রতিবছর বর্ষাকালে বজ্রপাতে শত শত মানুষ মারা যায়। দেশটিতে বজ্রপাত সবচেয়ে বেশি ঘটে বিহারে।
দিনবদলবিডি/এমআর