ড. ইউনূসের গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০২:২৩, বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ১৩ শ্রাবণ ১৪২৯
ড. মুহাম্মদ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস সম্পৃক্ত কিনা-এমন প্রশ্নের জবাবে দুদক স‌চিব বলেন…

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস-সহ গ্রামীণ টেলিকমের পরিচালনা পর্ষদের ৪ জনের বিরুদ্ধে শ্রমিকদের টাকা নয়ছয়ের অভিযোগের দুর্নীতি খুঁজতে মাঠে নেমেছে দুদক। এরইমধ্যে অভিযোগের অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুদক সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, অভিযোগগুলোর মধ্যে রয়েছে, কোম্পানি থেকে দুই হাজার ৯৭৭ কোটি টাকা পাচারের উদ্দেশ্যে বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরে মাধ্যমে আত্মসাৎ,কর্মচারীদের মধ্যে বণ্টনের জন্য সংরক্ষিত লভ্যাংশের পাঁচ শতাংশ অর্থ লোপাট প্রভৃতি।শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধকালে অবৈধভাবে অ্যাডভোকেট ফি ও অন্যান্য ফির নামে ৬ শতাংশ অর্থকর্তন।শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলে বরাদ্দকৃত সুদসহ ৪৫ কোটি ৫২ লাখ ১৩ হাজার ৬৪৩ টাকা বিতরণ না করে আত্মসাৎ।

ড. মুহাম্মদ ইউনূস সম্পৃক্ত কিনা-এমন প্রশ্নের জবাবে দুদক স‌চিব বলেন, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর থেকে গ্রামীণ টেলিকমের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে কিছু অভিযোগ দুদকে পাঠানো হয়। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুসন্ধান শুরু করেছে কমিশন । অনুসন্ধান শুরু হলে জানা যাবে এর সঙ্গে কে কে সম্পৃক্ত।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়