করোনা শনাক্ত আরও ২৫ জনের

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ০৮:২০, শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ২০ মাঘ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে কারও মৃত্যু হয়নি। তবে ২৫ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

 

শনিবার (৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৩৫ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪০ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৭ হাজার ২৫৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৪৭৮ জন। মারা গেছেন ২৯ হাজার ৪৮২ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

দিনবদলবিডি/Rakib

সর্বশেষ

পাঠকপ্রিয়