ফিফা র‌্যাঙ্কিংয়ে তিনে আর্জেন্টিনা, শীর্ষে ব্রাজিল

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:২৮, বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ৯ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার বৃহস্পতিবার র‌্যাঙ্কিং আপডেট করেছে। ঘোষিত ওই র‌্যাঙ্কিংয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল শীর্ষস্থান ধরে রেখেছে।

দীর্ঘদিন পরে ব্রাজিল গত ৩১ মার্চ ঘোষিত র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখলে নিয়েছিল।

ফিফা ঘোষিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনার। লিওনেল স্কালোনির অধীনে দলটির ইতালির বিপক্ষে বড় ব্যবধানে লা ফিনালিসিমা জিতেছে। মেসির পাঁচ গোলে এস্তোনিয়াকে বিধ্বস্ত করছে। র‌্যাঙ্কিংয়ে সুখবর পেয়ে চার থেকে তিনে উঠেছে আলবিসেলেস্তেরা।

এছাড়া ফিফা র‌্যাঙ্কিংয়ে পূর্বের মতো দ্বিতীয় স্থানে আছে বেলজিয়াম। তবে ফ্রান্স উয়েফা নেশনস লিগে সেরা ফুটবল দেখাতে না পারায় তিন থেকে নেমে গেছে চারে। স্পেন এক ধাপ এগিয়ে ছয়ে উঠেছে। 

পর্তুগালের আবার একধাপ অবনতি হয়েছে। নেমে গেছে নয়ে। ফিফার ৩১ মার্চের  র‌্যাঙ্কিংয়ে নয়ে উঠেছিল মেক্সিকো। তারা চলে গেছে ১২তে। ডেনমার্ক ঢুকেছে সেরা দশে। এক ধাপ এগোলেও চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ঢুকতে পারেনি সেরা দশে (১১)।

র‌্যাঙ্কিংয়ে চার ধাপ নেমেছে বাংলাদেশ। ৩১ মার্চের র‌্যাঙ্কিংয়ে ১৮৮তম অবস্থানে ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এখন তারা ১৯২ তে। বাহরাইন, তুর্কমেনিস্তানের পর মালয়েশিয়ার বিপক্ষে ৫-১ ব্যবধানে হারায় ২০ পয়েন্ট হারিয়েছে দলটি।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়