বাংলাদেশের শিরোপা জয় নাকি ভারতের ‘প্রতিশোধ’

স্পোর্টস ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:১০, বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ২৪ মাঘ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ সাফ ফাইনালের আগে ঘাম ঝরিয়েছে বাংলাদেশ ও ভারতের মেয়েরা। বাংলাদেশ চাইছে আগে জেতা শিরোপা ধরে রাখতে, আর ভারতের চাওয়া তা ছিনিয়ে নিয়ে দেশে ফেরা।

ট্রফি জয়ের জন্য লড়াই হতে যাচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়। দুই দলই শিরোপা জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নামার অপেক্ষায়। তবে স্বাগতিকরা নিজেদের মাঠে কিছুতেই সুযোগ হাতছাড়া করতে চাইছে না। সমমানের দুই দলের উত্তেজনাপূর্ণ এক ফাইনাল দেখার অপেক্ষায় সবাই।

এবারের রাউন্ড রবিন লিগে দেখা হয়েছিল দুই দলের। সেখানে বিজয়ের হাসি হাসে বাংলাদেশ। সাগরিকার দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের দারুণ গোলে ১-০ ব্যবধানে জিতেছিল সাইফুল বারী টিটুর দল। যদিও প্রথমার্ধে ভারতের আধিপত্য ছিল। বিরতির পর স্বাগতিকরা ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জেতে।

ভারতের প্রতি বাংলাদেশ কোচের সমীহ থাকলেও তাদেরকে হারিয়ে শেষটা রাঙানোর লক্ষ্য বেশ স্পষ্ট। টিটু বলেছেন, ‘এটা ভিন্ন টুর্নামেন্ট, তুলনামূলক ভালো দলটিই জিতবে। ভারতের বিপক্ষে প্রথম যে ম্যাচটা খেলেছিলাম, সেখানেই তো বুঝেছিলাম কঠিন প্রতিপক্ষ। খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়েছিল ওটা। ফাইনালেও ভারতকে সমীহ করতে হবে। ওভাবে নিজেদের খেলাটা খেলতে হবে।’

এবারের আসরে গোলের পরিসংখ্যানে ভারত অনেক এগিয়ে। তাদের আক্রমণভাগ বেশ ক্ষুরধার। তিন ম্যাচে তারা গোল দিয়েছে ১৪টি, হজম করেছে মাত্র ১টি। সেখানে তিন ম্যাচে বাংলাদেশ ৮টি দিয়ে খেয়েছে ১টি।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়