বাংলাদেশ থেকে আরও পণ্য নিতে চায় রাশিয়া, আমদানি করতে চায় এলএনজি

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৪:০৮, সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ২৯ মাঘ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

বাংলাদেশের  অবকাঠামো উন্নয়ন নিয়ে কাজ করতে চায় রাশিয়া। এছাড়াও যোগাযোগ ব্যবস্থাসহ অন্যান্য খাতে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার অর্থনৈতিক সম্পর্ক আগামীতে আরও বাড়বে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে তিনি এই তথ্য জানান। সচিবালয়ে মন্ত্রীর দফতরে এ বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের যেসব পণ্য রাশিয়ায় রফতানি হয় সেগুলো আরও সহজলভ্য করারও অনুরোধ করেছে রাশিয়া।

রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ থেকে আরও পণ্য নিতে চায় রাশিয়া। একইসঙ্গে বাংলাদেশ থেকে এলএনজি আমদানি করতে চায় তারা। তবে আমেরিকাকে সরিয়ে শুধু রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব আমরা চাই না। কারও সঙ্গে শত্রুতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব চায় বাংলাদেশ।

এসময় সেতুমন্ত্রী আরও বলেন, নতুন করে কোনও রোহিঙ্গা ঢুকতে দেওয়া হবে না, যারা আছে তারাই বোঝা এখন। তাই নতুন করে রোহিঙ্গা আনার প্রশ্নই আসে না। বৈশ্বিক অর্থনৈতিক কারণে এমনিতেই সমস্যায় আছে দেশ।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়