সাড়া ফেলেছে প্রধানমন্ত্রীর ‘অপ্রয়োজনীয় অস্ত্র’ প্রতিযোগিতা বন্ধের আহবান

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:২৯, রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৫ ফাল্গুন ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

বিশ্বনেতাদের কাছে জলবায়ুর কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়ন ‘অর্থহীন অস্ত্র’ প্রতিযোগিতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৬ ফেব্রুয়ারি জার্মানিতে মিউনিখ সিকিউরিটি কনফারেন্স ২০২৪-এ তিনি এ প্রস্তাব করেন।

প্রধানমন্ত্রীর এই প্রস্তাব প্রসংশিত হয়েছে বিশ্বমহলে। কূটরীতিকরা বলছেন বিশ্ব নেতাদের সামনে প্রধানমন্ত্রী যে শান্তির বার্তা দিয়েছেন, যা বলিষ্ঠ সাহসের জ্বলন্ত উদাহরণ

প্রধানমন্ত্রী বলেন, ‘অর্থহীন অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করতে হবে এবং এর পরিবর্তে জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য অত্যন্ত প্রয়োজনীয় তহবিল সংগ্রহের জন্য সম্পদের সংস্থান করা দরকার। আমাদের মনে রাখতে হবে যে, মানবতার অস্তিত্ব যখন হুমকির মুখে পড়বে, তখন সংকীর্ণ স্বার্থ রক্ষার পথ অনুসরণ করলে তা কোনো সুফল বয়ে আনবে না।’

বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন রাষ্ট্রের শক্তিমত্তা দেখাতে অসম অস্ত্র প্রতিযোগিতা চলছে, সেখানে তা বন্ধ করে বিশ্ব নেতাদের জলবায়ুতে অর্থায়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, যা বিশ্ব নেতাদের মাঝেও ব্যাপক সাড়া ফেলেছে।

দিনবদলবিডি/Anamul

সর্বশেষ

পাঠকপ্রিয়