১৫ ঘণ্টার অস্ত্রোপচারে আলাদা হলো নুহা ও নাভা

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:০৬, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪, ৭ ফাল্গুন ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ উন্নত বিশ্বের মতো এগিয়ে যাচ্ছে। আমাদের চিকিৎসকরা চিকিৎসা দিলে বাংলাদেশ থেকে এখন জটিল সব রোগেরই চিকিৎসা দেয়া সম্ভব।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ১৫ ঘণ্টা ধরে চলা জটিল অস্ত্রোপচারের পর আলাদা হয়েছে মাথা জোড়া লাগানো দুই শিশু নুহা ও নাভা। অস্ত্রোপচারের পর তারা দুজনই ভালো আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত অস্ত্রোপচারে তাদের পৃথক করা হয়।

এ বিষয়ে মঙ্গলবার দুপুরে বিএসএমএমইউতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ উন্নত বিশ্বের মতো এগিয়ে যাচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের চিকিৎসকরা চিকিৎসা দিলে বাংলাদেশ থেকে এখন জটিল সব রোগেরই চিকিৎসা দেয়া সম্ভব।’

তিনি বলেন, ‘বিএসএমএমইউতে নুহা ও নাভা নামের দুটি শিশুর জোড়া মাথা আলাদা করার অপারেশন হলো। এটি সাধারণ কোনো অস্ত্রোপচার নয়। এখানে আমাদের অভিজ্ঞ চিকিৎসক টিম টানা ১৩ ঘণ্টার বেশি সময় অপারেশনের মাধ্যমে এই অসাধ্য সাধন করেছে।

‘এই অপারেশন বিনামূল্যে হয়েছে। দুই শিশুর চিকিৎসার ব্যয় প্রধানমন্ত্রী নিজে বহন করেছেন। অন্য দেশে করতে গেলে প্রায় এক কোটি টাকা খরচ হতো।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ চিকিৎসা ক্ষেত্রে অপার সম্ভাবনার দেশ। এ দেশে অনেক শিক্ষার্থী প্রতি বছর মেডিক্যালে পড়ালেখা শেষ করে চিকিৎসক হচ্ছেন। তারা মেধাবী ও দক্ষ। তাদের জন্য একটু সুযোগ সুবিধা বাড়াতে হবে ও আত্মবিশ্বাস নিয়ে কাজ করার সুযোগ দিতে হবে। তাহলে বাংলাদেশ থেকে কোনো রোগীকে আর বিদেশ যেতে হবে না।’

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়