অতিরিক্ত মদ পান: স্ত্রীসহ পরিবেশ অধিদপ্তরের পরিচালকের মৃত্যু

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:৩৫, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৯ ফাল্গুন ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

পরিবেশ অধিদপ্তরের (ঢাকা অঞ্চল) পরিচালক সৈয়দ নাজমুল হাসান (৫৬) ও তার স্ত্রী নাহিদ বিনতে আলমের (৪৮) রহস্যজনক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুন্সী সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (২১ ফেব্রুয়ারি) মিরপুর-২ এলাকায় অফিসার্স কমপ্লেক্সে বাসায় স্বামী-স্ত্রী উভয় অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন নাজমুল হাসানকে শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই সময়ে অসুস্থ স্ত্রী নাহিদ বিনতে আলমকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে মারা যান। লাশ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জানা গেছে, অতিরিক্ত মদ্যপানে স্বামী-স্ত্রী দুজনেই প্রথমে বাসায় অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দুজনেরই মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদ পান করায় তাদের মৃত্যু হয়েছে।

দিনবদলবিডি/Anamul

সর্বশেষ

পাঠকপ্রিয়