ডেমরায় তিন ছিনতাইকারী গ্রেপ্তার

ধরা পড়লেই এলাকা বদলান ছিনতাইকারীরা: ডিসি মোহাম্মদ ইকবাল

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:৫০, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৯ ফাল্গুন ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

এনামুল হক এনা: রাজধানীর যাত্রাবাড়ি, ডেমরা ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ১৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহনাগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের বিভিন্ন থানা পুলিশ। পুলিশ বলছে, দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করা যাত্রীদের টার্গেট করে ছিনতাই করত তারা।

জানা যায়,  ডেমরা থানার অফিসা ইনচার্জ (ওসি) মো.জহিরুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) অংকন সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ চলমান ছিনতাই প্রতিরোধ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ২১ ফেব্রুয়ারীরাতে ডেমরা থানাধীন পূর্ব হাজীনগরস্থ ফাতেমা নীড়ের সামনে পাকা রাস্তা থেকে ছিনতাইকারী মোঃ বাপ্পারাজ বাপ্পী (২২), মোঃ পারভেজ (২৮),  রাশেদ আহাম্মদ (২২) দেরকে হাতেনাতে গ্রেফতার করে।

বর্নিত আসামীসহ পলাতক ০১ জন আসামীর বিরুদ্ধে ডেমরা থানার মামলা নং-২৮, তাং-২১/০২/২০২৪ইং, ধারা- ৩৯৩ পেনাল কোড রুজু করা হইয়াছে। মামলার তদন্ত অব্যাহত আছে। অন্যথানায় গ্রেফতারকৃত হলো : আবু সাদ লিখন (২২), মোঃ হৃদয় (২৫), মো. কাউসার (২৩), মোঃ রাব্বি (২৬), মো. নাঈম (২৫), মো. সাগর (২২),  মো. আসিফ আলী উজ্জল (২৬), মো. সানজু মিয়া, সুমন মিয়া(২৪)।

গ্রেফতারকালে বর্নিত ছিনতাইকারীদের দখল হইতে বিভিন্ন ব্যান্ডের ০৬ (ছয়)টি মোবাইল ফোন সেট, ০২ (দুই)টি চাকু, ০১টি ব্লেড, ০১টি জান্ডুবাম মলম, ৫০ গ্রাম মরিচের গুড়া উদ্ধার করে। ধৃত আসামীদের বিরুদ্ধে ঢাকা মহানগর সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

২২ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর ওয়ারীতে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)’র ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইন।

ডিসি মোহাম্মদ ইকবাল বলেন, গ্রেফতারকৃতদের সবার বয়স ১৫ থেকে ২০ এর মধ্যে। তারা রাতের বেলা মহসড়কসহ বিভিন্ন অলিগলিতে ওঁৎ পেতে থাকে। রাতের বেলা যখন বিভিন্ন জেলা থেকে সাধারণ মানুষ ঢাকায় এসে নামে অথবা ঢাকা থেকে যাওয়ার জন্য রাস্তায় বের হয় তখন তারা এই সকল যাত্রীদের অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ছিনতাই করে।

এছাড়া তারা জামিন পেয়ে এলাকা পরিবর্তন করে ফেলে। যাত্রাবাড়ি এলাকায় অপরাধ করে গ্রেফতার হলে জেল থেকে বের হয়ে মিরপুর এলাকায় চলে যায়। তখন তাকে নজরদারিতে রাখা কষ্ট হয়ে যায়। তবে ডিএমপির ক্রাইম বিভাগের পক্ষ থেকে নজরদারি করার জন্য টিম রয়েছে। পাশাপাশি ছিনতাই প্রতিরোধে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এই টাস্ক ফোর্সটির তদারকি ডিএমপি কমিশনার নিজেই করেন। ফলে ঢাকায় প্রতিনিয়ত অভিযান চলছে বলে জানান ডিসি ইকবাল।
 

দিনবদলবিডি/Anamul

সর্বশেষ

পাঠকপ্রিয়