কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে এ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে…
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে এ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
শনিবার (৩০ জুলাই) দুপুর ১২টা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ মোট ৯টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা প্রবেশ করছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদের সামনে ও গুরুত্বপূর্ণ জায়গায় সিট প্লান ঝুলিয়ে দেওয়া হয়েছে। এছাড়া করোনার মধ্যে একাডেমিক পরীক্ষা নেওয়ার সময় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের জন্য যে বেসিনগুলো বসানো হয়েছে, সেখানে পরিষ্কার পানি ও হাত ধোয়ার জন্য সাবানের ব্যবস্থা রাখা হয়েছে।
প্রসঙ্গত, গুচ্ছ পদ্ধতিতে এ, বি, সি ইউনিট মিলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ মোট ২২টি বিশ্ববিদ্যালয়ে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দিনবদলবিডি/Rony