স্পর্শিয়ার অপারেশন
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
২০১১ সালে একটি বিজ্ঞাপনের মডেল হিসেবে বিনোদন অঙ্গনে নিজের নাম লেখান অর্চিতা স্পর্শিয়া। তিনি টিভি নাটকের পাশাপাশি একাধিক…
মডেল ও অভিনয়শিল্পী অর্চিতা স্পর্শিয়া রাজধানীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতাল কলেজে ভর্তি হয়েছেন।
শনিবার (৩০ জুলাই) রাতে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
হাসপাতাল সূত্র জানায়, অর্চিতা স্পর্শিয়ার অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়েছে। তার শারীরিক অবস্থা স্বাভাবিক আছে। তার অপারেশনটি করেছেন প্রফেসর ডক্টর ফিরোজ কবির। অপারেশনের পর রোগীর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
২০১১ সালে একটি বিজ্ঞাপনের মডেল হিসেবে বিনোদন অঙ্গনে নিজের নাম লেখান অর্চিতা স্পর্শিয়া। তিনি টিভি নাটকের পাশাপাশি একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
‘ইম্পসিবল ৫’ এ অভিনয় করে ২০১৩ সালে অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। এছাড়া বিটিভিতে বিবিসি এর উজান গাঙ্গের নাইয়াতে অভিনয় করেন এই তারকা।
দিনবদলবিডি/আরএজে