৭২ ঘণ্টায় ছয় পশ্চিমা জাহাজে হামলা হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ১২:২৮, বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ১৩ চৈত্র ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

এডেন উপসাগর এবং লোহিত সাগরে গত ৭২ ঘণ্টায় জয়টি জাহাজে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠী। 

মঙ্গলবার এক বিবৃতিতে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া দাবি করেছেন, মার্কিন বা ব্রিটিশ কিনা নিশ্চিত হওয়ার পর মারেস্ক সারাতোগা, এপিএল ডেট্রয়েট, হুয়াং পু ও প্রিটি লেডি নামের জাহাজগুলোতে হামলা চালিয়েছে তারা।

তার দাবি, ওই চার জাহাজ ছাড়াও ইসরায়েলের বন্দর নগরী ইলাতের কাছের লোহিত সাগরে দুইটি মার্কিন ধ্বংসকারী জাহাজেও হামলা চালিয়েছে হুথিরা।

হুথি দাবি করছে, হুয়াং পু জাহাজটি ব্রিটিশ। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, এটি চীনা মালিকানাধীন জাহাজ।

তারা জানিয়েছে, গাজায় ইসরায়েল যত দিন অবরোধ আরোপ করে রাখবে, তারা হামলা অব্যাহত রাখবে।

গাজায় হামলা বন্ধে ও গাজাবাসীদের সঙ্গে সংহতি প্রকাশে গত নভেম্বর থেকে লোহিত সাগরে পশ্চিমা জাহাজগুলোতে  শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠীটি।

প্রসঙ্গত, সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার জাহাজ এপিএল ডেট্রয়েট এবং প্রিটি লেডি মাল্টারপতাকাবাহী পণ্যবাহী জাহাজ। মার্কিন অর্থায়ানে পরিচালিত মারেস্ক সারাতোগা কার্গো জাহাজটি মার্কিন প্রতিরক্ষা বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউএসএইড ও অন্যান্য সরকারি সংস্থার জন্য রসদ সরবরাহ করে।

দিনবদলবিডি/Nasim

সর্বশেষ

পাঠকপ্রিয়