‘পরিবারের তিনজনই অসুস্থ, টাকার অভাবে বাজার করতে পারি না’

জেলা সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:৩৮, বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ১৩ চৈত্র ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

 অভাব অনটনে আমাদের খুব কষ্ট হয়। সবার সাহায্য চাই।

‘আমি স্ট্রোক করে চার বছর ধরে চলাচল করতে পারি না, আয়-উপার্জন করতে পারি না। মেয়েটা ক্যান্সারের রোগী এবং স্ত্রীর কোমরের হাড় চ্যাপ্টা হয়ে গেছে, হার্টের অসুখ। আমরা তিনজনই অসুস্থ। পরিবারে উপার্জনক্ষম কেউ নেই।  আমাদের খুব কষ্ট। টাকার অভাবে বাজার করতে পারি না। অনাহারে-অর্ধাহারে থাকতে হয়। বহুদিন মাছ-মাংসের ঝোল ছুঁতে পারিনি, খেতে পারিনি। বনের শাক দিয়ে ভাত খেয়ে রোজা রাখি। মুড়ি ও পানি দিয়ে ইফতার করি।’

কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কবুরহাট মাদরাসা পাড়ার বাসিন্দা বৃদ্ধ ঝুমুর আলী। তিনি স্ত্রী সুফিয়া বেগম ও মেয়ে কাকলী খাতুনকে নিয়ে অনাহারে-অর্ধাহারে দিনযাপন করছেন।

সত্তরোর্ধ্ব ঝুমুর আলী বলেন, আমার খাদ্য ও চিকিৎসার খুব কষ্ট। সব কিছুরই কষ্ট। আমার কোনো ছেলে নেই। তিন মেয়ের মধ্যে দুজনের বিয়ে হয়েছে। অভাব অনটনে আমাদের খুব কষ্ট হয়। সবার সাহায্য চাই।

স্থানীয় বাসিন্দা এনামুল হক বলেন, ঝুমুর আলীর পরিবারের সবাই অসুস্থ। ঝুমুর আলী ও তার স্ত্রী ঠিকমতো চলাফেরা করতে পারে না। আয় উপার্জন করার মনো কেউ নেই। অর্থের অভাবে খুব কষ্ট করে তারা। ঠিকমতো বাজার করতে পারেন না। চিকিৎসা করাতে পারেন না। অভাব অনটনে অনাহারে-অর্ধাহারে থাকতে হয়। তাদের সহযোগিতা করার জন্য সরকার ও বিত্তবানদের কাছে অনুরোধ জানাচ্ছি।

মেয়ে কাকলী খাতুন বলেন, আমি ক্যান্সারের রোগী, আমার আব্বা স্ট্রোক করে চার বছর ধরে চলাচল করতে পারেন না এবং মায়ের মাজার হাড় চ্যাপ্টা, হার্টের অসুখ। পরিবারের সবাই অসুস্থ। আয় রোজগার করতে পারি না। অর্থের অভাবে অনাহারে-অর্ধাহারে থাকি আমরা। কবে মাছ-মাংস খেয়েছি তা সঠিক মনে নেই। রোজায় একবারও মাছ-মাংস জোটেনি আমাদের। সেহরিতে শাক দিয়ে ভাত খেয়ে রোজা রাখি। মুড়ি পানি খেয়ে ইফতার করি। আমাদের খুব কষ্ট। আমাদের সহযোগিতা করার মতো কেউ নেই।

এ বিষয়ে বটতৈল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাদিকুর রহমান (ভোটন) বলেন, বৃদ্ধ ঝুমুর আলী স্ট্রোক করে চলাচল করতে পারেন না। তার স্ত্রীও অসুস্থ, মেয়েটার ক্যান্সার। তারা আয়-উপার্জনহীন অবস্থায় কষ্ট করে দিন যাপন করছেন। খুবই অসহায় পরিবারটি।  

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়