সাংবাদিকদের শিকলে বেঁধে রাখার হুমকি দিলেন ইউপি চেয়ারম্যান

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৪:৩৭, মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ১৯ চৈত্র ১৪৩১
জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেশমা আক্তার।

জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেশমা আক্তার।

নবাবগঞ্জে সাংবাদিকদের শিকল দিয়ে বেঁধে রাখার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেশমা আক্তারের বিরুদ্ধে।

মঙ্গলবার সকালে সংবাদ সংগ্রহে ভোরের কাগজের দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি সাহিদুল হক খান ডাবলু ফোন দিলে তাকে এ হুমকি দেন ইউপি চেয়ারম্যান।

এ বিষয়ে সাহিদুল হক খান ডাবলু বলেন, সংবাদের জন্য তথ্য সংগ্রহে  ইউপি চেয়ারম্যান রেশমা আক্তারকে মোবাইলে কল দিয়ে আমার পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি ক্ষিপ্ত হয়ে যান। 

তিনি বলেন, নবাবগঞ্জ প্রেসক্লাবের কোন সাংবাদিক আমার ইউনিয়নের ত্রিসীমানা এলে তাকে আমি শিকল দিয়ে বেঁধে রাখব। এটা আমার চ্যালেঞ্জ। আপনার যাকে বলার বলেন, এমপি, মন্ত্রী যাকে পারেন বলেন। আমার কিছুই করতে পারবেন না।'

সাংবাদিকদের সাথে অসদাচরণের বিষয়ে জয়কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান রেশমা আক্তারকে কল দিলে তিনি বলেন, এ ব্যাপারে আপনার সাথে কথা বলতে আমি বাধ্য নই। এরপর তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কামরুল হাসান সোহেল বলেন, বিষয়টি আমার জানা নেই তবে খোঁজ নিয়ে দেখছি। কেন ইউপি চেয়ারম্যান সাংবাদিকদের সাথে এমন আচরণ করলেন।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়