সৌদিতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লেন নারী গাড়িচালক

আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:০১, মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ১৯ চৈত্র ১৪৩১
ফাইল ফটো

ফাইল ফটো

গাড়িটি দোকানের বাইরে দাঁড়িয়ে আছে। তখন হঠাৎ করে গ্লাস দিয়ে আবৃত করা দোকানটিতে ধাক্কা দিয়ে গাড়িটি ভেতরে ঢুকে যায়।

সৌদি আরবে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িসহ দোকানের ভেতর ঢুকে পড়েছেন এক নারী চালক। সৌদির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিজান প্রদেশের সামতাহ শহরে এই ঘটনা ঘটে। এই গাড়ি দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, গাড়িটি দোকানের বাইরে দাঁড়িয়ে আছে। তখন হঠাৎ করে গ্লাস দিয়ে আবৃত করা দোকানটিতে ধাক্কা দিয়ে গাড়িটি ভেতরে ঢুকে যায়। ওই সময় সেখানে ছিলেন দোকানের এক কর্মী। তাকেও গাড়িটি সজোরে ধাক্কা মারে। তবে ভাগ্য ভালো হওয়ায় ওই কর্মী বড় ধরনের কোনো আঘাত পাননি। ঘটনার পরপরই তাকে দুই পায়ে হেঁটে যেতে দেখা যায়।

সৌদির সংবাদমাধ্যম আল মার্সদ জানিয়েছে, পরবর্তীতে জানা যায়, গাড়িটি চালাচ্ছিলেন এক নারী। কখন দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়টি নিশ্চিত নয়। এছাড়া এ ব্যাপারে স্থানীয় কর্তৃপক্ষও কিছু জানায়নি।

গত ফেব্রুয়ারিতে রাজধানী রিয়াদের আল খার্জ সাউথে প্রায় একই ধরনের দুর্ঘটনা চালিয়েছিলেন এক নারী চালক। ওই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল ওই নারী চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে বসে থাকা আরও কয়েকজন নারীকে সজোরে ধাক্কা দিচ্ছেন।

সৌদি আরবে সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। গত শনিবার দেশটির তাবুক শহর থেকে ৮০ কিলোমিটার দূরের মরভূমির রাস্তায় শ্রমিকদের বহনকারী একটি পিকআপ ট্রাক উল্টে যায়। ওই দুর্ঘটনায় চার প্রবাসী শ্রমিক প্রাণ হারান। যাদের সবাই আরব দেশের নাগরিক বলে জানিয়েছিল স্থানীয় সংবাদমাধ্যম। সূত্র: গালফ নিউজ

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়